
https://www.varendratimes.com/
4995
world-news
প্রকাশিত : ২২ মে ২০২৫ ১০:৫২
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা ঘটনাস্থল ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের কাছাকাছি একটি ইহুদি অনুষ্ঠানে অংশগ্রহণের পর হামলার শিকার হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২২ মে) এই খবর প্রকাশ করে।
এ ঘটনায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহতরা দুজনেই ইসরায়েলি দূতাবাসের কর্মী ছিলেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠান শেষে তারা যখন মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন, তখন গুলির আওতায় আসেন এবং ঘটনাস্থলেই মারা যান।
বিবিসির অংশীদার সিবিএস নিউজের মতে, এই হামলা পরিকল্পিত ছিল এবং বিশেষভাবে তাদেরকেই লক্ষ্য করে চালানো হয়েছে। হামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ একজন ব্যক্তিকে আটক করেছে, যিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে হেফাজতে রয়েছেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই হামলাকে "ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী ঘটনা" হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছেন।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে জানিয়েছেন, “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়া অবস্থায় আমাদের দুই কর্মীকে গুলি করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা নিরাপত্তা বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখি যে তারা দোষীদের শাস্তি নিশ্চিত করবে এবং দেশের বিভিন্ন জায়গায় ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করবে।”