https://www.varendratimes.com/

1240

bd-country

আত্রাই উপজেলা বিএনপি'র সম্মেলনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী লিটন

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪ ১৯:০২

 

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন পর ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ০৬ ই নভেম্বর ভোটের মাধ্যমে হতে যাচ্ছে উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনে নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও আত্রাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, এস এম আব্দুল হাই লিটল বুধবার দুপুরে বিএনপির কর্মী-সমর্থক নেতা হিসেবে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন।

এস এম আব্দুল হাই লিটন উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ কালুর ছেলে ও সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন চান্দুর বড় ভাই।

আব্দুল হাই লিটন বলেন, আমি ও আমার পরিবার জন্মগত সুত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির কর্মীহিসেবে কাজ করে যাচ্ছি, বিগত দিনে হাসিনা সরকারের আমলে জেল জুলুম নির্যাতন এর মধ্য দিয়ে আমরা আমাদের জীবন যাপন পার করিয়েছি,  বর্তমানে আত্রাই উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন তুলেছি, আমার বিশ্বাস আত্রাই উপজেলা বিএনপি'র এ সম্মেলনে নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে আমাকে নেতা নির্বাচিত করবেন।