
https://www.varendratimes.com/
4989
rajshahi
প্রকাশিত : ২১ মে ২০২৫ ২০:১০
রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি এবং নীতিমালার পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার, ২১ মে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিউল আলম দলের আদর্শ, সংহতি ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি চাঁদা দাবি করাসহ এমন কিছু অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা দলের ভাবমূর্তি ও নিয়মবিধির পরিপন্থী।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বিএনপি কখনোই মেনে নেয় না। তাই সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে দল। ভবিষ্যতেও দলের নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।