https://www.varendratimes.com/

4985

rajshahi

১৭ বছর খাইনি এখন খাব রাজশাহীতে দুই বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

প্রকাশিত : ২০ মে ২০২৫ ২১:৫৯

রাজশাহী ও নওগাঁ জেলা বিএনপির দুই নেতার মধ্যে ঠিকাদারি কাজকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে তাদের এক টেলিফোন কথোপকথন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার জন্ম দিয়েছে।

ফাঁস হওয়া প্রায় ১০ মিনিটের ফোনালাপে রাজশাহী মহানগর বিএনপির নেতা মাহবুবুর রহমান রুবেল, নওগাঁর আরেক নেতা ও ঠিকাদার শাহজাহান আলীকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেন, হুমকি দেন এবং কটূ ভাষা প্রয়োগ করেন।

টেলিফোনে মাহবুবুর রহমান বলতে শোনা যায়, “সতের বছর কিছুই করিনি, এবার কিছু করতেই হবে।” তিনি অভিযোগ করেন, শাহজাহান কোনো ধরনের আলোচনা ছাড়াই নিজে থেকে দরপত্রে অংশ নিয়ে কাজ নিয়ে নিয়েছেন। উত্তরে শাহজাহান বলেন, “আমি তো ষোল বছর পর একটা কাজ পেয়েছি।”

জানা যায়, রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে সম্প্রতি সরকারি গাছ বিক্রির জন্য ৯টি লটে দরপত্র আহ্বান করা হয়। শাহজাহান আলী তাতে অংশ নিয়ে প্রায় ছয় লাখ টাকায় দুটি লটের কাজ পান।

মাহবুবুর রহমান জানান, স্থানীয় বিএনপির নেতা হিসেবে তিনিসহ অন্য নেতাকর্মীদেরও ওই দরপত্রে অংশগ্রহণের আগ্রহ ছিল। শাহজাহান বিষয়টি উপেক্ষা করায় তিনি ক্ষুব্ধ হন। তিনি ফোনালাপের সত্যতা স্বীকার করে বলেন, “অনেক কর্মী আছেন, যারা আশা করেন কিছু একটা পাবেন। শাহজাহান দেখা না করায় ফোনে বলেছি। তবে ভাষার ব্যবহার ঠিক হয়নি, রাগের মাথায় বলে ফেলেছি।”

শাহজাহান আলী বলেন, “ওদের এলাকা ওই দপ্তরের কাছাকাছি। তাই অনেক কিছুই বলে। আমাকে ফোন করে বলেছে, আমি তো কিছু করতে পারি না।”

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এই ঘটনাটি নিয়ে দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “একটা দরপত্রের জন্য এমন উত্তেজনা ও আচরণ অনভিপ্রেত। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।”

স্থানীয় একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, “এটি রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রবণতার একটি উদাহরণ। যেখানে গণতন্ত্রের জায়গা হবার কথা, সেখানে ‘নিজের ভাগ চাই’ মনোভাব প্রকট হয়ে উঠেছে।”