
https://www.varendratimes.com/
4930
rajshahi
প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫ ১০:৩৪
রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় একজন বাসচালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। আকরামের বাড়ি তালাইমারি এলাকায়, তিনি আজাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, আকরামের মেয়েকে স্থানীয় কিছু বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে গিয়ে হুমকি দেয়। পরে রাতের বেলা আকরামের ওপর ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত আহত আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, নান্টু, বিশাল ও রতন নামের কয়েকজন ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান জানান, তালাইমারিতে বখাটেদের হামলায় আকরাম হোসেন আহত হন এবং পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।