
https://www.varendratimes.com/
4986
rajshahi
গোদাগাড়ীর মাটিকাটা এলাকায় ঘটে বজ্রপাত, সময়মতো উদ্ধারেই রক্ষা পায় প্রাণ
প্রকাশিত : ২০ মে ২০২৫ ২২:২৬
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ছোট রেলগেট এলাকায় গতকাল সন্ধ্যায় এক ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ইব্রাহিম আলী (২৩) নামে এক তরুণ গুরুতরভাবে আহত হন। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাতের শব্দ শোনার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ইব্রাহিমকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ইব্রাহিমের শরীরে বজ্রপাতের প্রভাবে কিছু পোড়া দাগ রয়েছে, তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং জীবনহানির কোনো আশঙ্কা নেই।
ইব্রাহিমের ছোট ভাই সাকিব আলী জানান, বিকেলের দিকে ভাই বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ শোনার পর আমরা তাঁকে খুঁজতে বের হই এবং মাটিতে পড়ে থাকতে দেখি। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চাওয়া হয়েছে।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. জাহিদ হাসান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ইব্রাহিমের চিকিৎসায় প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
আবহাওয়া বিশেষজ্ঞ ড. তানভীর আহমেদ বলেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের প্রকোপ বাড়ে। এ সময় খোলা জায়গায় অবস্থান করা বিপজ্জনক। তিনি সকলকে বজ্রপাতের সময় ঘরের ভিতরে অবস্থান এবং ধাতব বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।