https://www.varendratimes.com/

5117

rajshahi

মেজর জেনারেল শরীফ উদ্দিনের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

প্রকাশিত : ০৫ জুন ২০২৫ ২৩:৫২

রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) এলাকার মানুষের পাশাপাশি দেশের সকল স্তরের জনগণ, প্রবাসী মুসলিম ভাইবোন ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোদাগাড়ী-তানোর বিএনপির অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: শরীফ উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আযহা হলো ত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য উদাহরণ। এই মহৎ উৎসবের মূল শিক্ষা হলো পার্থিব আসক্তি ও অহংকার ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই পবিত্র দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জাতির স্থায়ী উন্নতি এবং মঙ্গল নির্ভর করে ন্যায়পরায়ণতা, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধের রক্ষায়।

তিনি আরও উল্লেখ করেন, প্রতি বছর এই আনন্দঘন দিনে মুসলিম উম্মাহ ঈদুল আযহার মহিমায় মেতে ওঠে। মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য এবং সর্বোচ্চ ত্যাগের নিদর্শন পবিত্র ঈদুল আযহা। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি তার অবিচল আনুগত্য এবং হযরত ইসমাইল (আ.) কে কোরবানি দিতে গিয়ে যেভাবে অকুণ্ঠ আত্মত্যাগ ও গভীর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য চিরকাল অনুকরণীয়। এই কারণে আমরা প্রতিবার আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিই।

ঈদুল আযহার মাধ্যমে সক্ষম মুসলমানরা কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেন। এই উৎসব আমাদের ত্যাগের মর্ম স্পর্শ করে। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের প্রিয় পশু কোরবানি দিই, যদিও আসলে কোরবানির মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় আমাদের তাকওয়া।

ঈদুল আযহার এই মহৎ শিক্ষা যেন সকলের জীবনে প্রতিফলিত হয়, এই কামনায় তিনি সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের কামনা করেছেন। তিনি বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক দেশের সর্বস্তরের মানুষের মাঝে। ঈদ মোবারক।

খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।