
https://www.varendratimes.com/
5124
rajshahi
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫ ১২:১৮
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় সা"পের কা'মড়ে নিজ বাড়িতে শুকুর আলী (৫৫) নামের ব্যাক্তি মা*রা গেছেন। তার পিতার নাম মৃ 'ত, তছির উদ্দিন। তিনি পুঠিয়া উপজেলার হাড়োখালি গ্রামের বাসিন্দা। তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন। এমনকি একবার হজও করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাত ১১ টার সময়, সা"পের কা'মড়ে নি/হত আলহাজ্ব শুকুর আলীর স্ত্রী তাদের বাড়ির মধ্যে হাঁস-মুরগীর ছোট ঘরের মুখ ব'ন্ধ করতে গিয়ে সেখানে বি*ষ*ধর গো’খরা সা"প দেখতে পায়। পরে তার স্ত্রী শুকুর আলীকে ডাকলে তার শুকুর আলী সেখানে সা"পটিকে মা/রতে যায়। এবং বাড়িতে থাকা ভারি লা"ঠি দিয়ে শুকুর আলী সা"পটিকে আ*ঘাত করেন। সে সময় সা'পটি শুকুর আলীকে অজান্তে হাতে কা"মড় দেয়। সা"পে কা"মড়ালেও তখন সে বুঝতে পারে না। পরে যখন শরীরের মধ্যে বি/ষক্রিয়া সৃষ্টি হয় সে সময় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ 'ত ঘোষণা করেন।
তার ভাতিজা হাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার রাত ১১ টার সময় আমার চাচার বাসায় সা"প বের হয়, চাচী দেখতে পেয়ে চাচাকে খবর দিলে সেই সময় চাচা সা'পটিকে মা/রতে যায়। তখন সা"প উল্টো চাচার হাতে কা"মড় দিলে চাচা বুঝতে পারে না। চাচা যখন অ"সুস্থ হয়ে পড়ে ঠিক তখন আমরা সবাই বুঝতে পেরে, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার চাচাকে দেখে বলে দেয় চাচা মা*রা গেছে।
শুকুর আলীর আত্মীয়-স্বজন বলেন, লোকটা অনেক ভালো ছিল, কালকেও এশার নামাজ পড়েছে অনেকের সাথে। এভাবে মারা যাবে আমরা কেউ ভাবতে পারেনি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।