https://www.varendratimes.com/

5127

rajshahi

১২ দিন পর আবার চালু হলো পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম

প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫ ০৯:৪৩

রাজশাহীর অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ২০ জুলাই অনিবার্য কারণে পোর্টালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১ আগস্ট বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে পোর্টালটি আবার চালু করার ঘোষণা দেওয়া হয়।

নিউজ পোর্টালটির সম্পাদক এম বদরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমসের সকল কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ ও আন্তরিক সহযোগিতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে সম্পাদক আরও উল্লেখ করেন, সাময়িক বিরতিতে পাঠকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আগের মতোই সবার সহানুভূতি ও ভালোবাসা কামনা করছি।

রাজশাহীর স্থানীয় রাজনীতি বিষয়ক একটি সংবাদের জেরে ২০ জুলাই পদ্মাটাইমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন অভিযোগ উঠে, প্রতিবেদন প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয় এবং একপর্যায়ে নিরাপত্তাজনিত কারণে পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধের ঘটনায় অন্তত ৫৭ জন সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন।

তবে পাঠক ও শুভানুধ্যায়ীদের অনুরোধ, প্রশাসনের সংশ্লিষ্টদের পরামর্শ এবং সাংবাদিক সমাজের সহযোগিতার ভিত্তিতে মাত্র ১২ দিনের মাথায় পোর্টালটি আবার চালু হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং ২০২২ সালের ২১ জুলাই এটি সরকারিভাবে নিবন্ধিত হয়। দীর্ঘদিন ধরেই এটি রাজশাহী অঞ্চলের একটি নির্ভরযোগ্য ও পাঠকপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে পরিচিত।