https://www.varendratimes.com/

5129

campus

রাবিতে রাকসু নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ঘোষণা

প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫ ১২:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত আচরণবিধিটি রাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে এ সময় কোনো ধরনের মিছিল কিংবা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকে শুরু করে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানোর অনুমতি থাকবে। তবে এই প্রচারণায় কেবল প্রার্থী ও ভোটার অংশ নিতে পারবেন, অন্য কেউ নয়। পোস্টার হতে হবে সাদা-কালো এবং সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৪৫ সেন্টিমিটার প্রস্থের। কোনো ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা কিছু লেখা যাবে না।

একাডেমিক ভবন ও আবাসিক হলে মিছিল বা সমাবেশ করা নিষেধ। কোনো প্রকার অশালীন, মানহানিকর কিংবা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এক হল থেকে অন্য হলে প্রচারণা চালাতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হবে। আবার ক্যাম্পাসে কোনো সভা করতে চাইলে প্রক্টরকে সময় ও স্থান জানিয়ে অনুমতি নিতে হবে।

নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী প্রত্যেকের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। কোনো বহিরাগত ব্যক্তি আবাসিক হলে অবস্থান করতে পারবে না এবং পাওয়া গেলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

নির্বাচনে যানবাহন ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। প্রার্থী মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি কিংবা অন্য কোনো যানবাহন ব্যবহার করে শোভাযাত্রা বা শোডাউন করতে পারবেন না। ভোটের দিন কোনো যানবাহনে ভোটার পরিবহন নিষিদ্ধ। তবে প্রধান রিটার্নিং অফিসার বা প্রক্টরের অনুমতি থাকলে নির্দিষ্ট যানবাহন ব্যবহার করা যাবে। শিক্ষার্থীরা চাইলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে পারবেন।

ভোটাররা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। ভোট বুথের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে তারা বুথে ঢুকতে পারবেন না এবং লাইভ সম্প্রচারও করতে পারবেন না।

নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেবল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অনুমোদিত ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। অস্ত্র, বিস্ফোরক বা কোনো আগ্নেয়াস্ত্র বহন করা নিষিদ্ধ এবং কেউ বহন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের স্লিপ বিতরণ ভোটকেন্দ্র থেকে ৫০ মিটার দূরে করতে হবে।

কেউ আচরণবিধি লঙ্ঘন করলে রিটার্নিং অফিসার নিজ উদ্যোগে কিংবা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারবেন। লঙ্ঘনের মাত্রা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়া হতে পারে।