https://www.varendratimes.com/

1405

rajshahi

গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪ ২১:৩৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার  অফিসার ইনচার্জ  খাইরুল বাশার  সাংবাদিকদের  সাথে মতবিনিময়  করেছেন।

বুধবার  ৬ নভেম্বর  সন্ধ্যা ৭ টায় এ মতবিনিময়  অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন, এস আই আজিম, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর  সভাপতি  আতিকুল ইসলাম আজম,  সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আহমদ,  রহনপুর  রিপোটার্স ক্লাব সভাপতি  আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক, সামিরুল ইসলাম সাংবাদিক  ইয়াহিয়া খান রুবেল, আব্দুস সালাম তালুকদার,  সারওয়ার জাহান সুমন,  মোঃ আলাউদ্দিন, আমিনুল ইসলাম,শাহরিয়ার শাহাদাত প্রমুখ ।

  সভায় উপজেলার  আইন শৃঙ্খলা পরিস্থিতি,  মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ  সহ বিভিন্ন  বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।