https://www.varendratimes.com/

1454

bd-country

আত্রাইয়ে অনূর্ধ্ব ৫০ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪ ২৩:৩৬

 

নওগাঁর আত্রাইয়ে যুব সমাজের আয়োজনে অনূর্ধ্ব ৫০ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে  ভবানীপুর জিএস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে খেলায় অংশ গ্রহন করেন, ভবানীপুর টাইগার ক্লাব ও সাহাগোলা ইউনিয়ন বাছাই একাদশ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিশিষ্ট ফুটবল  খেলোয়াড় মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে ভবানীপুর টাইগার ক্লাব ০২ গোল ও সাহাগোলা ইউনিয়ন বাছাই একাদশ ০১ গোল করেন। খেলায় ভবানীপুর টাইগার ক্লাব ০১ গোলে বিজয় অর্জন করেন। 

অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন, মো: নজরুল ইসলাম, ইউপি সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহাগোলা ইউনিয়ন বিএনপি, মোঃ তাজিম উদ্দিন রকেট সাধারণ সম্পাদক ১নং সাহাগোলা ইউনিয়ন যুবদল, মোঃ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক সাহাগোলা ইউনিয়ন যুবদল, মোঃ জয়নুল হক সাবেক সভাপতি ভবানীপুর বাজার বণিক সমিতি। ভবানীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি বাবু শেখ, জিয়ার আলী খান সখা, গোলাম মুর্তজা বাবু ও সবুজ হোসেন প্রমুখ।