https://www.varendratimes.com/

1519

rajshahi

চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪ ২১:৩৬

চারঘাট প্রেসক্লাবের কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সাথে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধায় চারঘাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় চারঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা সচেতনসহ নানান বিষয়ে আলোচনা হয়।

চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান রিগেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, অর্থ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক পিন্টু আলী, কার্যকারী সদস্য- জিল্লুর রহমান ও সাজ্জাদ হোসেন।

এ সময় ওসি আফজাল হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ প্রতিরোধ করা সম্ভব। দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।