
https://www.varendratimes.com/
1531
bd-country
প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪ ১৮:১৪
নওগাঁর আত্রাই থানা গত পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাফিউল উপজেলার নবাবেরতাম্বু গ্রামের জামাল উদ্দিন ফৌজদারের ছেলে ও গুড়নই সিনিয়র মাদ্রাসার অফিস সহকারী। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন,নওগাঁ সদর থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা হয়। ওই মামলায় গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।