https://www.varendratimes.com/

1557

rajshahi

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৬

রাজশাহীর বাঘায় জিয়া পরিষদের আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচন শেষে মোনাজাত করা হয়। শনিবার (১৬ নভেম্বর) শাহদৌলা সরকারি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ এর বাঘা উপজেলা কমিটির সভাপতি বাবুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জিয়া পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল গনি। সহকারি অধ্যাপক সামরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক আয়েব উদ্দীন, সহকারি অধ্যাপক আকবর আলী, প্রভাষক নবাব আলী, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শামসুজ্জামান খান (ছানা), গনি কলেজের আহ্বায়ক শাহিনুর রহমান বিপ্লব, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জাহাঙ্গীর হোসেন,প্রভাষক টিপু সুলতান, সহকারি অধ্যাপক তাহামিদুল ইসলাম, প্রভাষক সোহেল রানা,প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক জোবাইদা খাতুন, প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, সহকারি অধ্যাপক আবু সাইদ সালা উদ্দীনম প্রভাষক তোফাজ্জল হোসেন বুলবুল, প্রভাষক তাহের উদ্দীনসহ জিয়া পরিষদের সংশ্লিষ্ট সদস্যগন।