
https://www.varendratimes.com/
1903
opinion
প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪ ২৩:১৯
আইনজীবীকে হত্যার মধ্য দিয়ে তাদের আন্দোলনের নৈতিক মৃত্যু ঘটেছে। তাদের যৌক্তিক দাবিগুলোও প্রশ্নবিদ্ধ হয়েছে। কোনভাবেই উগ্রতা দেখাবেন না। তাদের গুটিয়ে যেতে সুযোগ দিন। বিবেকবানরা নিশ্চয়ই অনুতপ্ত হবে। আমার সবচেয়ে ভালো বন্ধুদের অনেকেই সনাতন ধর্মের। ইসকনের এই বর্বরোচিত হত্যাকান্ডে তাদেরকে তীব্র প্রতিবাদ করতে দেখেছি। সনাতন আর ইসকন সমার্থবোধক নয়। মুসলিম-ইসলামের সাথে হেফাজত, তাবলীগ, ইসলামী শ্বাসনতন্ত্রকে আপনি সমার্থবোধক মনে না করলে হিন্দু এবং ইসকনকেও সনাতনের প্রতিশব্দ মনে করবেন না।
চিন্ময় দাসের গ্রেপ্তার আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা উচিত ছিল। সেটা না করে ইসকন যেটা করেছে সেটা ধর্মীয় উগ্রবাদ। বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ইসকনকনে নিষিদ্ধ করা জরুরি। এইটা কোনভাবেই হিন্দু মুসলিম সমস্যা নয় বরং এট্ জাতীয় নিরাপত্তার সমস্যা। ইসকনকে ছাড় দেওয়া আর ঠিক হবে না। নিষিদ্ধে দেরি করলে সমস্যায় শাখা গজাবে।
বাংলাদেশের জাতীয় কবি সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ-মোহম্মদ, অনিন্দম-খালেদ অথচ দেশকে বারবার ধর্মীয় সংহিতার বিরুদ্ধে লড়তে হয়েছে। এর দায় কেবল হিন্দুদের নয় বরং মুসলিমদের অধিক! যে ছেলেটা বৌদ্ধ ভিক্ষুদের সাথে মিলেমিশে ত্রাণ দিয়েছিল, সহনশীলতার কথা বলেছিল সে আজ নাই। এই ট্রাজেডি জাতিকে ক্ষমা করবে?
রাষ্ট্রীয়ভাবে ইসকনের মোকাবেলা করতে হবে। ইসকনের সাথে কোন ব্যক্তি শত্রুতা দেখানো যাবে না। যে সকল সনাতনীদের এখন ইসকনকে সমর্থন দিতে দেখছেন- এটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ের অংশ। আমরা হিন্দু ভাইবোনকে মানসিক নিরাপত্তা দিতে পারিনি। তারাও আমাদের আপন ভাবেনি এবং আমরাও তাদের পাশে থাকিনি!
এই বাংলাদেশে যতটুকু মুসলিমের ঠিক ততটুকু হিন্দুদের। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। এখানে ফাটল ধরানো কোনভাবেই ঠিক হবে না। মিলেমিশে থাকার জন্য যা যা দরকার তা সম্মিলিতভাবে করতে হবে। বুকে বুক মিলিয়ে না থাকলে মানবিকতা বাঁচবে না। যদি উগ্রতা দেখাই তবে আমাদের আবার ট্রেন টু ইন্ডিয়া লিখতে হবে!
যদি কোন পাতানো ফাঁদে পা দেন তবে দেশি-বিদেশি চক্রান্তকে জিতিয়ে দিচ্ছেন। সহ্যের সর্বোচ্চ বজায় রাখুন। এই বাংলাদেশ মানুষের হোক- প্রত্যাশায়।
আমাদের আসল উদ্দেশ্য শিক্ষিত হওয়া নয় বরং সহনশীল মানুষ হওয়া। আমরা আর কোনোদিন সহনশীল হতে পারবো কি-না জানিনা। কেউ কাউকে সহ্য করতে পারছে না। সহিংসতা দেখে সবাই আনন্দ করে। আমাদের পরিণতি আসলে ভালো না।
লেখক : রাজু আহমেদ, কলাম লেখক