
https://www.varendratimes.com/
2112
rajshahi
প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪ ২০:০৭
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে। উন্মুক্ত ডাকের মাধ্যমে চলতি বছরের ৪ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইজারা দেওয়া হয়। এতে ৫৪ জন অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ ডাকদাতা ছিলেন গোচর গ্রামের মহিদুল ইসলাম।
ভ্যাট ছাড়া ৩ লাখ ৩০ হাজার টাকা ডাক দেন মহিদুল ইসলাম। পরে ভ্যাট ও আয়করসহ ৪ লাখ ১২ হাজার টাকায় তাকে ইজারা প্রদান করা হয়। আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, ডাকের সমুদয় মূল্যে ১ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১ টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে পৌর সভার রুস্তমপুর হাট ও বাজার খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারা দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, সমবায় অফিসার আব্দুল মকিম, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা (সমকাল) ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব) আড়ানী পৌরসভার হিসাব রক্ষক শহিদুল ইসলাম সহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারি।