https://www.varendratimes.com/

2147

bd-country

আত্রাইয়ে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১০

নওগাঁর আত্রাইয়ে উদ্বোধন করা হয়েছে ন্যায্যমূল্যের দোকান। জেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন নিউ মার্কেটে ন্যায্য মূল্যের এই দোকানের উদ্বোধন করা হয়েছে। ন্যায্য মূল্যোর এ দোকান সোমবার সকালে উদ্বোধন করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সিনথিয়া হোসেন,আত্রাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,থানা যুব দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম রিপন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবু আনাছ, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, আত্রাই সাহেবগঞ্জ মালিক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেধ আলম পল্টু। উদ্বোধনের পর পরই দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বাজার মূল্যোর চেয়ে তুলনা মূলক কম দানে নিত্যপণ্য কিনতে পেয়ে খুশি ক্রেতারা।পণ্যকিনতে আসা উপজেলার সাহেবগঞ্জ এলাকার বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্রনাথ দাস বলেন, প্রতিদিনই বাজারে কোনো নোটিশ ছাড়াই কোন না কোন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।কিন্তু আমাদের আয় বাড়ছে না। এত করে আমরা স্বল্প আয়ের মানুষরা জীবণ-যাপন করতে হিমশিম খাচ্ছি।বাজারের তালিকা আর ছোট করা যাচ্ছে না এমন পরিস্থিতিতে বাজারে ন্যায্য মূল্যের দোকান আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।