
https://www.varendratimes.com/
2256
rajshahi
প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে শুমারি/জরিপ কাজে নিয়োজিত-সুপারভাইজার ও গননাকারি/তথ্য সংগ্রহকারিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান কার্যালয় অর্থনৈতিক শুমারি’র প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। এতে ৪৭ জন অর্থনৈতিক শুমারি গননাকারি, ১ জন আইটি সুপারভাইজার, ৬ জন বাঘা পৌরসভার সুপারভাইজার, ২ জন গড়গড়ি ইউনিয়নের সুপারভাইজার, বাজুবাঘা ইউনিয়নের ১ জন সুপাভাইজার অংশগ্রহন করেন।
জোনাল অফিসার কনক আলী ও আইটি সুপারভাইজার আরিফুল ইসলাম তাদের প্রশিক্ষন দেন। উপজেলা পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল জানান, ৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন প্রশিক্ষন দেওয়া হবে। এর আগে, গত ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।