
https://www.varendratimes.com/
2405
rajshahi
প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৮
সারাদেশে ন্যায় রাজশাহীর চারঘাটেও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে "জয়িতা অন্মেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। সবশেষে "জয়িতা অন্মেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জন সফল নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।