
https://www.varendratimes.com/
2578
rajshahi
প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪ ২১:২৯
রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর২৪) সকালে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র। এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী সাহায্য সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা জনাব আলী, বীর মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক ও পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আল মামুন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতিকে মেধাশূণ্যে করে পিছিয়ে রাখার হীন মানসিকতায় জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ শ্রেণীপেশার অন্যান্য বুদ্দিজীবীদের হত্যা করে।
সুপরিকল্পিত হতায় জড়িত ছিল রাজাকার আলবদর, আলশামস শান্তি কমিটির সদস্যরা। শহীদদের আত্মার শান্তি কামনা করে ঐক্যের মাধ্যমে সকলের সহযোগিতায় আতœহুতিদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ গড়ার আহ্বান জানান উপজেলা নির্বাহি অফিসার। উপস্থিত ছিলেন রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার দপ্তর প্রধান, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যম কর্মী।