
https://www.varendratimes.com/
2602
rajshahi
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৫
আজ ১৬ ডিসেম্বর (সোমবার) প্রতিবারের মতো যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস উপলক্ষে সকলা সাড়ে ৬ টায় পুঠিয়া উপজেলা প্রশাসন কতৃক পুঠিয়া উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় পতাকা উত্তোলন, জাতিয় সংগীত পরিবেশন এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উক্ত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝর, বীর মুক্তিযুদ্ধোগণ, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন,ভূমি অফিসার দেবাশীষ বর্সাক, জনাব লায়লা আখতার জাহান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পুঠিয়া, জনাব মোঃ মোখলেসুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পুঠিয়া উপজেলা শাখা সহ পুঠিয়া উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ,কে,এম নুর হোসেন নির্ঝর বলেন ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য একটি গৌরবময় দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বিজয় অর্জনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছিল তা এই ১৬ ডিসেম্বরের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয় তার কোন তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সুন্দর ও গৌরবময় দিন আজ।
এরই ধারাবাহিকতাই পুঠিয়া উপজেলা চত্বরে বিজয় মেলা আয়োজন করা হয়েছে এই মেলায় বিভিন্ন সেবামূলক ফাউন্ডেশন কর্তৃক বেশ কয়েকটি দোকান বসেছে। এ,কে,এম নুর হোসেন নির্ঝর তিনি প্রতিটি দোকান ঘুরে দেখেন। তিনি বলেন এখানে শাড়ী, বেত ও কাঠের কারু শিল্প থেকে শুরু করে শীতের বিভিন্ন পিঠা এবং স্থানীয় বিভিন্ন পন্য সামগ্রী পাবেন এবং সারাদিন বিভিন্ন ক্রীড়া ও পুরস্কার বিতরণীর মাধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস যথাযোগ্য হবে পালন করা হচ্ছে।