
https://www.varendratimes.com/
2621
rajshahi
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩০
রাজশাহীর চারঘাটে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চারঘাট উপজেলা বিএনপির বর্ণাঢ্য র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করে। চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল (সাবেক মেয়র চারঘাট পৌরসভা) এর নেতৃত্ব সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় বর্ণাঢ্য র্যালীটি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে চারঘাট বাজাবের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে চারঘাট শহীদ মিনারে র্যালীটি শেষ হয় এবং শহীদের স্মৃতি স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
উক্ত র্যালীটিতে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা ও পৌরসভার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চারঘাট উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল জাতির সূর্য সন্তান সকল শহীদদের যথাযথ সম্মান প্রদান এবং উক্ত দিবসের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরেন। তিনি ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনায় সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামণা করে সকল শহীদদের জন্য দোয়া করেন।