
https://www.varendratimes.com/
2702
rajshahi
প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩
রাজশাহী জেলা পূর্বের (০৫)টি উপজেলার (৩৪৪)টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪র্থ থেকে ১০ম শ্রেনির ২৯৭৩ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠি হয়েছে।
শুক্রবার (২০-ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে পুঠিয়া উপজেলার কেন্দ্র "শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজে" অনুষ্ঠিত এই মেধা বৃত্তি পরীক্ষায় পুঠিয়া উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ-১০ম শ্রেনীর (৩৭৪)জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
রাজশাহী জেলা পূর্ব অফিস সম্পাদক কিশোরকন্ঠ পাঠক ফাউন্ডেশনের মোঃ শানীম আলী ও কিশোরকন্ঠ ফাউন্ডেশন বানেশ্বর শাখা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান জানান শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, অনলাইন গেইমস থেকে মুক্ত রেখে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মেধা যাচাই করে বৃত্তি প্রদান করার লক্ষ্যে কিশোরকন্ঠ এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। নিজ ক্লাসের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসে থেকে বাংলা, ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান বিষয় থেকে মোট ২০০ নম্বরে পরিক্ষা নেয়া হয়েছ, বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বলেন, এ মেধা বৃত্তি পরীক্ষার এতো সুন্দর আয়োজন করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। সারাদেশে বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীদের পরীক্ষার ব্যাবস্থাকে তিনি সংগঠনের প্রথম সাফল্য উল্লেখ করেন। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার পরে বইয়ের গণ্ডির মধ্যে না থেকে এরকম প্রতিযোগিতা মূলক পরিক্ষায় অংশ গ্রহণ করলে তাদের জ্ঞানের বিকাশ ঘটবে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় তাদের এই প্রস্তুতিগুলো কাজে লাগবে। কিশোর কন্ঠ ফাউন্ডেশন কতৃপক্ষের কাছে, এরকম শিক্ষা মূলক কার্যক্রম প্রতি বছর চালু রাখার আহ্বান জানান।