https://www.varendratimes.com/

2706

rajshahi

পুঠিয়ায় যাত্রবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪ ২০:২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে অজ্ঞাত নামা রিম পরিবহন যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।  ২১ ডিসেম্বর শনিবার দুপুরে নাটোর রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুরে গ্রামীন ফিড মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে একজন মৃত্যুবরণ করেন এবং দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই যুথি মারা যান। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।

নিহত হানিফ একজন ব্যবসায়ী। তার স্ত্রী ফাতেমা খাতুন রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের ছাত্রী এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। কেনাকাটা করে রাজশাহী শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

এসআই ফিরোজ হোসাইন বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত নামা যাত্রীবাহী বাসটিকে শনাক্ত করতে আমরা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।