https://www.varendratimes.com/

2833

nature-life

ধান কাটার পর গ্রামীণ চিত্র ঐতিহ্যের স্পর্শ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০১

ছবিতে গ্রামীণ বাংলার এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যাচ্ছে। এটি ধান কাটার পর ধানের গাদা তৈরির একটি দৃশ্য। একজন ব্যক্তি গাদার ওপর দাঁড়িয়ে আছেন, এবং অপর ব্যক্তি নিচ থেকে ধানের আঁটি ছুঁড়ে দিচ্ছেন। পাশে একটি গরু শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে, যা প্রাকৃতিক ও কৃষি জীবনের অবিচ্ছেদ্য অংশ। চারপাশে ধানক্ষেতের হলুদাভ রং এবং দূরের নীরব প্রকৃতি গ্রামীণ জীবনের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এটি বাংলার কৃষি সংস্কৃতির প্রতিচ্ছবি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।