https://www.varendratimes.com/

2835

nature-life

কুয়াশাঘেরা ভোরের ক্যাম্পাস

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:১২

ছবিটিতে একটি ভবন এবং তার চারপাশের এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন দেখা যাচ্ছে। সামনের অংশে ফুলের বাগান ও সবুজ ঘাস ছাওয়া রাস্তা রয়েছে, যা বেশ পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। পেছনে ধোঁয়াসা পরিবেশের মাঝে দেখা যায় বাসগুলোর সারি এবং ভবনের অবয়ব। ডান দিকে বড় গাছের উপস্থিতি পরিবেশটিকে আরও শান্ত ও গ্রামীণ আবহ এনে দিয়েছে। ছবিটি এক কুয়াশাময় শীতের সকালকে চিত্রায়িত করছে, যেখানে প্রকৃতি এবং আধুনিকতার এক অপূর্ব মিলন ঘটেছে।