https://www.varendratimes.com/

3283

info-tech

আইটি ল্যাব সলিউশন্স লি. এর উদ্যোগে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ জানুয়ারী ২০২৫ ১২:৩৩ | আপডেট : ২৭ মার্চ ২০২৫ ০০:৩৬

গত ১৬ই জানুয়ারি ২০২৫, রোজ বৃহস্পতিবার, সিলেট নগরীর স্বনামধন্য তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লি. এর উদ্যোগে এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির SWE Inovators Forum এর সহায়তায় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে 'Introduction with the Requirements & Demands of Industrial IT Sector' বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ওয়ার্কশপে শিক্ষার্থীদের আইসিটি শিল্পে কাজ করতে হলে নিজেদের তৈরি করার জন্য কি ধরনের যোগ্যতা,দক্ষতা অর্জন করতে হবে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা প্রদান করা হয় এবং তথ্য প্রযুক্তির এ যুগে আইসিটি সংক্রান্ত বিভিন্ন সেক্টর ও কর্মক্ষেত্রে লোকবল নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, সূযোগ ও চাহিদা সম্পর্কেও বিশদ পরিসরে তথ্য উপাত্তসহ পর্যালোচনা করা হয়। 

ওয়ার্কশপ প্রেজেন্টেশন উপস্থাপন পর্বের পর, চমৎকার একটি প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের দিকনির্দেশনা মূলক উত্তর পেয়েছেন। 

আইটি ল্যাব সলিউশন্স লি. আয়োজিত উক্ত ওয়ার্কশপটি আয়োজনে সর্বাত্নকভাবে সহায়তায় ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ ফুয়াদ আহমেদ ও লেকচারার ওয়াদিয়া ইকবাল চৌধুরী এবং SWE Inovators Forum টিম ।

উক্ত ওয়ার্কশপটি পরিচালনার দায়িত্বে ছিলেন আইটি ল্যাব সলিউশন্স লি. এর সিনিয়র ওয়েব আপ্লিক্যাশন ডেভলপার এবং ট্রেনিং-কো অর্ডিনেটর মৃদুল কান্তি ভট্টাচার্য ও অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ মামুন। এছাড়াও সহযোগিতায় ছিলেন প্রবেশনারি কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ সুমন চন্দ্র শীল।

চূড়ান্ত ধাপে, অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।  

পরিশেষে, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আইটি ল্যাব সলিউশন্স লি. আয়োজিত ওয়ার্কশপটির সমাপ্তি ঘোষণা করা হয়।