
https://www.varendratimes.com/
3304
bd-country
প্রকাশিত : ১৯ জানুয়ারী ২০২৫ ২১:১৯
নওগাঁর আত্রাইয়ে সরকারী অনুমতি ছাড়াই যাত্রার আয়োজন করায় যাত্রা প্যান্ডেল ভেঙে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলার চকশিমলা গ্রামে। জানা যায়,ওই গ্রামে কিছু লোকজ চকশিমলা উচ্চ বিদ্যালয় মাঠে গত তিনদিন ধরে পিঠা উৎসবের আয়োজন করে।
এ পিঠা উৎসবকে কেন্দ্র করে সেখানে অঘোষিত মেলা অনুষ্ঠিত হয়। এদিকে মেলার শেষ দিন গতকাল শনিবার দিবাগত রাতে সরকারী অনুমতি ছাড়াই তারা সেখানে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে যাত্রার প্যান্ডেল ভেঙে ফেলেন এবং যাত্রা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা প্রদান করেন।
চকশিমলা গ্রামের স ম সাজ্জাদ হোসেন তোতা বলেন,পৌষ মাসে বিভিন্ন স্থানে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আমাদের গ্রামের লোকজন এখানে তিনদিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজন করেন। শেষ দিনে বিনোদনের জন্য তারা একটি নাটকের আয়োজন করতে চেয়েছিলেন।
কিন্তু ইউএনও সাহেব নিষেধ করায় গ্রামবাসী সেটি করেনি। আমরা ইউএনও সাহেবের নির্দেশনা অনুযায়ী বৈদ্যুতিক লাইন তার খুলছিলাম সে সময় তিনি এসেছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের অনুমোদন না নিয়ে মেলা আয়োজন করায় সার্বিক আইনশৃঙ্খলা বিবেচনায় মেলায় আয়োজিত যাত্রাপালার প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে।