https://www.varendratimes.com/

3508

rajshahi

আত্রাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত : ২৭ জানুয়ারী ২০২৫ ২১:৫৯

নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (১৮) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাহিদ রাজশাহীর বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে।

জানা যায়,নাহিদ জন্ম গ্রহনের পর তার মা বাবার মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এ জন্য সে জন্মের পর থেকেই আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতো।

 সে জন্মগত ভাবে বুদ্ধি প্রতিবন্ধী। রোববার সন্ধ্যায় নাহিদ বাড়ি থেকে বের হওয়ার পর সারা রাত আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে স্থানীয় লোকজন তার নানার বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। 

পরে লাশটি উদ্ধার করে তার নানার বাড়ি নিয়ে যান।
আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, যেহেতু সারারাত ছেলেটি নিখোঁজ ছিল এবং সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। 

তাই লাশটিরনময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।