https://www.varendratimes.com/

3708

special-report

সততার আলো পৃথিবীর শাশ্বত সৌন্দর্য

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯:০০

সৎ মানুষ আছে এবং তাদের সম্মানও আছে। হয়ত আমার কাছে নাই, আপনার কাছেও নাই। কেননা আমার বিবেক পচে গেছে এবং আপনার স্বার্থে আঘাত লেগেছে। সৎ মানুষের সম্মান তবে কার কাছে আছে? আল্লাহর কাছে আছে।

যার ওপর আল্লাহ সন্তুষ্ট তার তো আর আমাকে/আপনাকে দরকার নাই। সততার পুরস্কার কী? আয়ে বরকত এবং পারিবারিক জীবনে শান্তি। একজন ভালো মানুষ যত প্রশান্তি বুকে নিয়ে ঘুমাতে পারেন তা আমরা কল্পনাও করতে পারি না।

সৎ মানুষেরও পরীক্ষা হয়। সততার পরীক্ষায় তাদেরকে স্বয়ং আল্লাহ নিজে পথ দেখিয়ে উৎরে নেন। সৎ মানুষের মুসিবত নাই? আছে। ভালো মানুষের দুনিয়ার বিপদে জান্নাতের দুয়ারের তালাগুলো খুলে যায়।
তবে কী সৎ মানুষকে কোন মানুষই পছন্দ করে না? করে।

সমাজে একশ্রেণির মানুষ আছে যারা নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত। যাদের স্বাধীন অধিকার জালেমের ইচ্ছার কারাগারে বন্দি। সেই মানুষগুলো সৎ মানুষের সমর্থন পায়। সেই সমর্থনের বদলে সৎ মানুষ সাধারণ মানুষের দোয়া পায়।

যারা জীবনে মানুষের নিঃস্বার্থ এবং নিঃশর্ত দোয়া পায় তাদের একজীবনের ক্ষুদ্র খাঁচায় আর কী লাগে? মানুষের দোয়া, অপরের ভালোবাসা একজন মানুষকে কতদূর পৌঁছাতে পারে তা ফেরেশতারা জানে। দোয়া মানুষকে জান্নাতের ঘ্রাণ না পাওয়ানো পর্যন্ত থামে না।

সৎ মানুষকে দুনিয়ার লোভ-ভোগ ছাড়তে হয়। অপমান-অবহেলা সহ্য করতে হয়। কত শত ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়। কোন বাঁধাই সৎ মানুষকে গন্তব্য হারা করতে পারে না। কোন মানুষের লক্ষ্য যদি কেবল দুনিয়াতেই ভালো থাকা হয়- তবে সে সুযোগ পেলেই ঘুষ ধরবে, হারামে আরাম খুঁজবে কিংবা চরিত্র বিক্রি করবে।

সততার টার্গেট আরও দূর-বহুদূরে। সৎ মানুষ দুনিয়ার জিন্দেগির ওপারে আরও এক চিরস্থায়ী জগৎকে মহাসত্য মানে। প্রত্যেক কাজের কৈফিয়ত দিতে হবে- এই বিশ্বাস যাদের আছে তারা পাঁচ সিকি পয়সা অন্যায়ভাবে স্পর্শ করতে পারে না।

দায়িত্বে একফোঁটাও অবহেলা করতে পারে না কিংবা কাউকে ঠকানোর চিন্তাও আসে না।
খুঁজলে সৎ মানুষ পাবেন।

সমাজের চারপাশে অসংখ্য আছে। সৎ ও সত্যবাদীরা শত কোটি টাকার মাঝে থেকেও অবৈধভাবে দুই টাকা সরানোর চিন্তা করে না। ক্ষমতা দেখিয়ে তারা কারো অধিকার আটকে রাখে না। তাদের প্রত্যেক কথা, একেকটি কাজ ইবাদত।

তারা মানুষের অন্তর থেকে শ্রদ্ধা পায়, লোকেদের তাহাজ্জুদের জায়নামাজ থেকে দোয়া পায়। রোজাদারের সংযম থেকে আয়ু পায়। যে মানুষদেরকে স্বয়ং প্রভু পছন্দ করেন তারা কারো জীবনের জন্য হুমকি নন। কোন মানুষের অধিকারের হন্তারক নয়। সৎ মানুষ আছে বলে দুনিয়া সুন্দর। তাইতো এখনো বিশ্বাস টিকে আছে, ভরসা বেঁচে আছে। সততার যে স্বতঃমূল্য সে জন্যই ভালো মানুষের সুগন্ধিতে সারা দুনিয়া মাতোয়ারা।

প্রত্যেকটি ভালো মানুষ একেকটি ফুল। যার চিন্তায় মানুষের ক্ষতি বদলে উপকার, যারা ভাবে অন্যদের কল্যাণ- তারা জগতের সম্পদ। ভালো মানুষ মানুষের কাছে দেবতার মত সম্মান পায়। যে হক কথা বলে, কোন চাপে সত্য থেকে যারা বিচ্যুত হয় না কিংবা যাদের মধ্যে নাই কোন অহমিকা-দম্ভ, তাদেরকে অল্পায়ু দিয়ে প্রভু পৃথিবীতে পাঠান।

আলোকিত মানুষের সৎতার আলোর ঝলকানিতে দুনিয়াকে মুগ্ধ করে প্রস্থান করে রবের দিকে। যারা তাদের থেকে আদর্শ গ্রহণ করেন, যারা সত্য কথা বলেন এবং সৎ পথে চলেন- তাদেরকে মানুষ অসম্মানিত করতে চাইলেও হেরে যায়। সততার যে আলো হেরা গুহা থেকে উদ্ভাসিত তা নিভে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। যারা নেভাতে চেয়েছে তারাই নিভে গেছে।