https://www.varendratimes.com/

3823

rajshahi

চারঘাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২১:৪০

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও জিরো ওয়েস্ট ব্রিগেড চারঘাটের উদ্দ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।

এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে, অবস্থানরত সব খাবার দোকানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং  সঙ্গে ডাস্টবিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।