
https://www.varendratimes.com/
3896
rajshahi
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০:৪৮
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রাশাসক ডাঃ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র রায়।
উপজেলা সমন্বয়কারী এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম সাকলায়েন। ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, হাসিনুল হক, আলী আশরাফ, আশরাফুল আলম, সাকিল আহম্মেদ, সাইফুল ইসলাম, হোসনেয়ারা পারভীন সহ শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, ইমাম, কাজী, গন্যমান্য ব্যক্তিবর্গ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী ও যুব প্রতিনিধিরা।
এ সভায় গ্রাম আদালতের আইনগত বিভিন্ন বিষয়, আদালত পরিচালনার নিয়ম, ইউনিয়নের জনগন গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।
উক্ত সভায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইউনিয়ন হিসাব সহকারী মশিউর রহমান।
প্রসংগত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপ) এর সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।