https://www.varendratimes.com/

3931

bd-country

রহনপুর মহিলা কলেজের অবঃ শিক্ষকদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭:০১

রহনপুর মহিলা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক রিজিয়া খাতুন( ভুগোল) ও পরিবেশ বিভাগ এবং সম্মানিত প্রভাষক মাইনুল ইসলাম হাবিব ইতিহাস বিভাগ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।

বুধবার সকাল এগারটায় কলেজ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মতিউর রহমান, প্রভাষক আকতারুল ইসলাম, বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক রিজিয়া খাতুন( ভুগোল) ও পরিবেশ বিভাগ  প্রভাষক মাইনুল ইসলাম হাবিব প্রমুখ।

আলোচনা শেষে  শুভেচ্ছা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেন বিদায়ী শিক্ষকদের ।  অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব, কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষক, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ কলেজের শিক্ষার্থীরা।