
https://www.varendratimes.com/
3938
rajshahi
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯:৪১
রাজশাহীর বাঘা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র রায় এর সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ের সার্টিফিকেট সহকারী সেবাস্তিন সরেন সহ বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, বাউসা, আড়ানী ও চকরাজাপুর এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।
এ সমন্বয় সভায় গ্রাম আদালতের আইনগত বিভিন্ন বিষয়, আদালত পরিচালনার নিয়ম, নথিপত্র ও রেজিস্ট্রার সংরক্ষণ, প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক প্রচার প্রচারণা, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।
প্রসংগত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপ) এর সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।