
https://www.varendratimes.com/
3939
environment-agriculture
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯:৪৪
চলতি রবি মৌসুমে গত বছরের তুলনায় এবার ফলন ভাল হওয়ায় গম চাষে আগ্রহী হয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর গমের ফলন ভাল হবে বলে মনে করছেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে গম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গমে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। সেচ ও সার কম লাগে তাই উৎপাদন ব্যয়ও কম। আবাহাওয়া অনুকূলে থাকলে সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় ১৫ থেকে ১৭ মণ পর্যন্ত গম উৎপাদিত হবে। ফসলের মাঠে এবার কোন ব্লাষ্টরোগের লক্ষণ দেখা যায়নি, গম বীজ ও সার পেয়ে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে তারা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিদিব আল মামুন হাসান বলেন, এবার উপজেলায় ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তাদের প্রণোদনা মূলক কৃষকদের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার বিতরণ কর হয়। তিনি আরও বলেন, কোন সংক্রামক না থাকায় উচ্চ ফলনশীল বারি ৩০,৩২,৩৩ জাতের গম বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবারের লক্ষ্যমাত্রার বেশী গম চাষ হয়েছে বলে তিনি জানান।