
https://www.varendratimes.com/
3973
rajshahi
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩:১৬
রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।
সম্মানিত অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জানান। আরো বলেন ভাষা সেনাপতি শহীদ অধ্যাপক গোলাম আযমকে ৫৩ বছরেও ভাষাসৈনিক পদক না দেয়া ভাষা আন্দোলনকে অবজ্ঞা করার সামিল। শহীদ অধ্যাপক গোলাম আযমকে ভাষা সেনাপতি হিসেবে স্বীকৃতি দিয়ে "ভাষসৈনিক পদক" দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে উক্ত আয়োজনের সার্বিক সাফাল্য কামনা করেন।