https://www.varendratimes.com/

3993

rajshahi

মিরর ডিবেটিং ক্লাব আয়োজিত সেমিনারে অন্তহীন বিতর্ক

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০:০৪

রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব আয়োজিত "Talks on Diplomacy & Bangladesh " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নাম্বার গ্যালারি রুমে সেশনটি আয়োজিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক জনাব বুলবুল হাসান। সেশন পরবর্তীতে তার লেখা বই 'অন্তহীন বিতর্কযাত্রা' শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিশু।'ডিপ্লোম্যাসি এন্ড বাংলাদেশ'সম্পর্কে তিনি বিতার্কিকদের জন্য আলোচনা করেন এবং কূটনীতি সম্পর্কে জানার প্রয়োজন সম্পর্কে ধারণা দেন।

তার আলোচনায় তিনি আন্তর্জাতিক কুটনীতি ও কুটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কে স্থাপন সম্পর্ক নিয়ে আলোকপাত করেন।কুটনৈতিক অবস্থান বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলে তা তিনি বাংলাদেশের সাথে পশ্চিমা দেশগুলোর যে কুটনৈতিক সম্পর্ক তা ব্যাখা করার মাধ্যমে ও বর্তমানে যুদ্ধ চলমান দেশগুলোর সাথে কুটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তা স্পষ্ট করেন।

তিনি বলেন,'প্রতিবেশি দেশ মায়ানমারের সাথে বাংলাদেশের যে সমস্যা তার প্রধান কারণ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সমস্যা।' তিনি ভারত-বাংলাদেশের মধ্যে চলমান সম্পর্কের সমস্যা আলোচনা করে বিষয়ে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।সমসাময়িক বিশ্ব আলোচনায় থাকা কূটনীতিকদের ব্যাখা করে তিনি এ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ ও মিরর ডিবেটিং ক্লাবের পৃষ্ঠপোষক মোঃ ইব্রাহীম আলী। এছাড়া রাজশাহী ডিবেট ফোরামের সাবেক সভাপতি মোনাসিব ফয়সাল ও রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের উপদেষ্টামন্ডলীরা সেমিনার উপস্থিত থেকে 'অন্তহীন বিতর্কযাত্রা'র মোড়ক উন্মোচন করেন।