
https://www.varendratimes.com/
4217
rajshahi
প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫ ০২:১৭
নওগাঁর ধামইরহাটে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
অভিযুক্ত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৫৩)। তিনি উপজেলার ইসুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মানপুরের বাসিন্দা। ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মানপুর আশ্রয়ণের পাশে সরকারি খাসজমিতে একদল দুষ্কৃতকারী অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল সোমবার দুপুরে সেনাবাহিনীর পত্নীতলা ক্যাম্প ও ধামইরহাট থানার একটি দল যৌথ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত গোলাম মোস্তফাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।