https://www.varendratimes.com/

4306

rajshahi

ধ/র্ষ/কের সর্বোচ্চ শাস্তির দাবিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

প্রকাশিত : ১০ মার্চ ২০২৫ ০৪:৫৮

পুঠিয়া প্রতিনিধিঃ

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষন ও দেশব্যাপী নারী নির্যাতণ, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক প্রদক্ষিণ শেষে করেন। বানেশ্বর ট্রাফিক মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কের ওপর বসে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রায় আধা ঘন্টা অবরোধ করেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা।

ছাত্ররা বলেন, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। একটা একটা ধর্ষক ধর- ধরে ধরে জবাই কর, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

উক্ত মিছিলে বানেশ্বর কলেজের সাধারন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আবুশামা, প্রান্ত শাহরিয়ার অয়ন, মো: রবিউল আওয়াল আকাশ, রাজু আহমেদ, আল আমিন আহমেদ শুভ, আব্দুল্লাহ ইবনে আলিফ, মো: মিজানুর রহমান সিজান, মো: ইমরান আলীগন, শাওনের নেতৃত্ব প্রদান করেন।