https://www.varendratimes.com/

4327

rajshahi

বাগমারায় নিপা হার্ডওয়ারের উদ্যোগে শাহ সিমেন্টের ইফতার আয়োজন

প্রকাশিত : ১০ মার্চ ২০২৫ ২২:১০

রাজশাহীর বাগমারায় মেসার্স নিপা হার্ডওয়ারের উদ্যোগে শাহ সিমেন্টের ইফতার আয়োজন করা হয়।

সোমবার পবিত্র মাহে রমজানের নবম রোজায় ইফতার আয়োজন উপলক্ষে মোহনা ক্লিনিকের অডিটোরিয়ামে ভবানীগঞ্জ বাজারের শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার নিপা হার্ডওয়্যারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার নিপা হার্ডওয়্যারের প্রোপাইটার রাফিউল ইসলামের সভাপতিত্বে ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহ সিমেন্ট এর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সিনিয়র এরিয়া ম্যানেজার মাহমুদুর রহমান, স্থানীয় প্রতিনিধি রতন কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার ইসাহাক আলী। 

ইফতার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার শাহ সিমেন্টের বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইফতার আয়োজনে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোস্তাফিজুর রহমান সুজন।শাহ সিমেন্ট বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড। ২০ বছরেরও বেশি সময় ধরে সর্বাধিক বিক্রিত শাহ সিমেন্ট।