https://www.varendratimes.com/

4378

rajshahi

চারঘাটে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত : ১২ মার্চ ২০২৫ ১৪:৪৭

রাজশাহীর চারঘাটে অসচ্ছল দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে অসচ্ছল দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আখতার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

অনুষ্ঠানে অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ২০ টি হুইল চেয়ার, প্রশিক্ষণার্থীদের মাঝে ১৪ টি সেলাই মেশিন, সাদাছড়ি ২ টি ও পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য বিতরণ করেন।