https://www.varendratimes.com/

4411

rajshahi

আছিয়ার মৃত্যুতে বানেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল।

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫ ০০:১৫

পুঠিয়া প্রতিনিধিঃ

মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণে শিকার হয়ে মৃত্যু করায় ধর্ষকের ফাঁসির দাবিতে রাজশাহীর বৃহত্তর হাট-বাজার বানেশ্বরে বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (১৩মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ৭.৪৫ মিনিট রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক থেকে মশাল নিয়ে মিছিল তৈল পাম্প প্রদিক্ষণ শেষে ট্রাফিক মোড়ে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় নেতৃবৃন্দরা আট বছরের শিশু আছিয়াসহ দেশের সকল ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকারের দাবি করেন। সেই সঙ্গে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।

মশাল মিছিল বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন, মোঃ রোকনুজ্জামান, রাফিদ, মুগ্ধ, নূর মোহাম্মদ, মোমিন, তৌহিদ, অনিক, মনিরুল, সোহানুর, রোকন সরকার, শাহিনুর, কাওছার সহ বানেশ্বর কলেজের অন্যান্য সাধারণ শিক্ষার্থীগন।