
https://www.varendratimes.com/
4418
rajshahi
প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫ ১৩:২৬
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় দুইটি ইটভাটার মালিককে অনুমোদনহীন স্থান থেকে ইটভাটার মাটি সংগ্রহের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার ( ১৩ মার্চ) উপজেলার এসিল্যান্ড দেবাশীষ বসাক এই কোর্ট পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ইটভাটার মালিকরা হলেন- পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সরগাছীস্থ জে. কে. ব্রিকস নামক ইটভাটার মালিক জেকের আলী মন্ডল ও গোবিন্দপাড়াস্থ হক ব্রিকস নামক ইটভাটার স্বত্বাধিকারী আবুল কাশেম।
তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ এর ২ ধারায় সংঘটিত অপরাধে একই আইনের ১৫ এর ১ এর খ ধারায় মোট দুইটি মামলায় যথাক্রমে এক লাখ ও এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ওই দুই ইট ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, লাইসেন্সের সকল শর্তাবলী প্রতিপালন না করলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখবেন। নাহয় যেকোন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করলে আপত্তি থাকবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।