https://www.varendratimes.com/

4437

sports

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

দেশে ফিরলেন হামজা চৌধুরী

প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫ ১৪:১৫

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আজ সকাল থেকেই সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে, “ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা!”

গত ডিসেম্বরে ফিফার অনুমোদন পাওয়ার পর থেকেই হামজাকে নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে রাখার পর সেই উত্তেজনা আরও বেড়ে যায়। চূড়ান্ত দলে তার থাকা প্রায় নিশ্চিত।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা শেষ করে সরাসরি বাংলাদেশের বিমানে ওঠেন হামজা। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত ২টায় রওনা হয়ে আজ সকাল সাড়ে ১১টায় সিলেটে পৌঁছান। এরপর রওনা দেন নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটের উদ্দেশে।

বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্যরা। তার সঙ্গে এসেছেন মা, স্ত্রী ও সন্তানরাও। বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও ছিলেন পাশে।

হামজার আগমন উপলক্ষে স্নানঘাটসহ পুরো হবিগঞ্জে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গ্রামের প্রতিটি মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। স্থানীয়রা জানাচ্ছেন, দেশের জার্সিতে হামজার খেলা তাদের জন্য গর্বের বিষয়।

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, মানবিক দিক থেকেও প্রশংসিত হামজা। তিনি নিজ গ্রামে গড়ে তুলেছেন একটি হাফিজিয়া মাদ্রাসা, যেখানে পড়াশোনা করছে এতিম শিশুরা। দীর্ঘ ১১ বছর পর দেশে ফেরা এই ফুটবলার পৈতৃক ভিটেতে কাটাবেন কিছু সময়, খেতে চান ভাত ও গরুর মাংস-এটাই তার পছন্দের খাবার।

আগামীকাল ঢাকায় পৌঁছে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হতে পারে তার প্রতীক্ষিত আন্তর্জাতিক অভিষেক। ১৮ মার্চ কোচ কাবরেরা সংবাদ সম্মেলনে হাজির করবেন অধিনায়ক ও হামজাকে। ২০ মার্চ বাংলাদেশ দল রওনা দেবে শিলংয়ের পথে।

হামজার বাবা দেওয়ান মোরশেদ চৌধুরী চান, তার মতো আরও প্রবাসী ফুটবলাররা জাতীয় দলে সুযোগ পাক। এভাবেই বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।