https://www.varendratimes.com/

4532

rajshahi

বামনদিঘী ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ মার্চ ২০২৫ ২০:৩৮

রাজশাহীর চারঘাট উপ‌জেলার বামনদিঘী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বামনদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে। শুক্রবার বিকেল ৫ টায় বামনদিঘী ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মোঃ শামসুজ্জামান লাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ গোলাম মুর্তজা। বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের আমীর জনাব মাস্টার মোঃআবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, শলুয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃদুরুল হুদা, সেক্রেটারি জনাব মোঃ আব্দুল মতিন মোল্লা, বামাদিঘী ওয়ার্ড জামায়াতে র সেক্রেটারি জনাব মোঃশরিফুল ইমলাম, কামরুজ্জামান মাসুদ, ইয়ামিন সরকার, সেলিম রেজা, আব্দুল্লাহিল কাফি সহ সকল স্তরের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান। ৩৬ শে জুলাই বিপ্লবে দেশবাসী যেভাবে রক্ত ও জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

অতিথিবৃন্দ বলেন, আপনারা ইসলামের সম্পদ কিন্তু আজকের সমাজ দুর্নীতি, নেশা ও ব্যভিচারে লিপ্ত হয়ে তাদের সম্ভবনাময় তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে। এই পথহারা জনাতাকে সঠিক পথের দাওয়াত দানের মাধ্যমে আগামীতে ইসলামী আন্দোলনে কাজে লাগাতে হবে। সমাজের সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানের আহ্বান জানিয়ে ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন এবং বামনদিঘী বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।