https://www.varendratimes.com/

4580

environment-agriculture

ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে

প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫ ১১:১২

চলতি মাসে একদফা তাপপ্রবাহ হয়ে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এরপর গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হয়ে পড়ে। রাজধানী ঢাকায় কিছুটা বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হয় উত্তর-পূর্বের সিলেট এবং এর কাছাকাছি এলাকাগুলোয়। এর পর থেকে তাপমাত্রা খানিকটা কমতে শুরু করে। তবে গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার দেশের অন্তত সাত জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা আরও দুই দিন থাকতে পারে বলে করছেন আবহাওয়াবিদেরা।

ঈদ ৩১ মার্চ বা ১ এপ্রিল—যেদিনই হোক না কেন, এখন যেভাবে তাপমাত্রা বেড়ে চলছে, তা সেই সময়েও অব্যাহত থাকতে পারে, এমনটাই মন্তব্য করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, ৩১ মার্চ বা ১ এপ্রিল তাপমাত্রা এখনকার চেয়ে বেশি থাকতে পারে। তার মানে অবশ্য এই নয় যে ওই সময় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে।

গতকাল থেকে যেভাবে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী পরশু শনিবার কমে যেতে পারে বলে মনে করেন আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আজ প্রথম আলোকে বলেন, শনিবারের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে। ঈদের দিনে তাই একেবারে অসহনীয় গরম হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়াবিদেরা বলছেন, এলাকাভেদে তাপমাত্রার হেরফের হতে পারে। তবে ঈদের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম। এর ব্যতিক্রমও হতে পারে। এই ব্যতিক্রম হওয়ার কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের যেসব অঞ্চল থেকে বায়ুপ্রবাহ বাংলাদেশে প্রবেশ করে, সেখানকার তপ্ত হাওয়া। এর হেরফেরে তাপমাত্রা এখন যে ধারণা করা হচ্ছে, তার চেয়ে বেশি হতে পারে।

কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে গণ্য করা হয়। তবে এই তাপমাত্রা অন্তত দুই দিন একনাগাড়ে থাকতে হয়, তাহলেই তাপপ্রবাহ বলা হয়।

ঈদের দিন (৩১ মার্চ অথবা ১ এপ্রিল) দেশের দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। সেন্ট মার্টিন ও কক্সবাজারের কিছু স্থানে এই বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ খুব সামান্য হবে বলে মন্তব্য করেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃষ্টির সম্ভাবনা খুব কম। এখন সামান্য বৃষ্টি দেখাচ্ছে। তবে সব মিলিয়ে দেশের আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রাও খুব অসহনীয় হয়ে উঠবে বলে মনে হয় না।