
https://www.varendratimes.com/
4588
campus
প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫ ১৫:৫১
ঈদুল ফিতরের সময় আবাসিক হল খোলা রাখার দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে প্রশাসন ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার আলিফ বলেন, আমাদের দাবি হলো ইদে হল খোলা রাখা। প্রশাসন যদি এ দাবি না মানে তাহলে আমরা এখানে অবস্থান করবো। এবং আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, ৯ তারিখ আমার ফাইনাল পরীক্ষা আছে । পড়ালেখায় সমস্যা হবে এজন্য বাসা যাচ্ছিনা। আমার মতো অনেকের পরীক্ষা রয়েছে। এছাড়া অনেকে আর্থিক কিংবা পারিবারিক সমস্যার কারণে বাসা যেতে পারছে না। এমনও শিক্ষার্থী রয়েছে যাদের বাসায় থাকার জায়গা নেই। এজন্যই আবাসিক হল খোলা রাখা একান্ত প্রয়োজন।
এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, ছুটিতে হল খোলা রাখার দাবিতে অবস্থানরত শিক্ষার্থীদের আমি বলতে চাই তারা যেন প্রাধ্যক্ষ পরিষদের সিদ্ধান্তকে সম্মান জানায়। তাদের অনুভূতি আমরা বুঝি। পরবর্তীতে আবাসিক হল বন্ধ রাখা সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে কিভাবে শিক্ষার্থীদের পার্টিসিপেশন নিশ্চিত করা যায়-সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রাধাক্ষ পরিষদ। ২৮ মার্চ থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত হল বন্ধ থাকবে এবং ৪ এপ্রিল সকাল ১০টায় আবাসিক হল খুলে দেওয়া হবে।