https://www.varendratimes.com/

4615

rajshahi

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি সদস্য ফয়সাল কবির

প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫ ১৬:৫৭

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর  ইউনিয়ন সহ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের দুই বারের বর্তমান ইউপি সদস্য ও সমাজসেবক ফয়সাল কবির।   

তিনি গোমস্তাপুর  উপজেলাসহ ৪নং পার্বতীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফয়সাল কবির বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। 

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে। এ জন্য পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।