https://www.varendratimes.com/

4627

rajshahi

আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫ ০১:৩৩

"আবাম ফাউন্ডেশন বাংলাদেশ" এর উদ্যোগে রাজশাহীর চারঘাটে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে আল- মারকাযুল কোরআন ওয়াস সুন্নাহ একাডেমীর ২৫ জন এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর রাজশাহী জেলার প্রতিনিধি মাহমুদুল হাসান জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন আল- মারকাযুল কোরআন ওয়াস সুন্নাহ একাডেমীর সেক্রেটারী আজিজুর রহমান এবং মুহতামিম খালেদ বিন আজিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদের নতুন পোশাক পেয়ে শিশুরা আনন্দে আত্মহার হয়ে উঠে। এতিম ও অসহায় শিশুদের ঈদের পোশাক উপহার দেওয়ায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষগণ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কে শুভকামনা জানিয়েছেন।